পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এর শীতলপুর গ্রামের একুশ বছরের পরি যায় শ্রমিক মুস্তাফা আলী রাজমিস্ত্রির কাজ করতেন উড়িষ্যাতে। এক সহকর্মীকে ট্রেনে তুলতে গিয়ে ফোনে বাংলা কথা বলছিলেন প্লাটফর্মে বাংলা কথা শুনে কয়েকজন যুবক তাকে বাঙালি কিনা প্রশ্ন করা হলে উত্তরে তিনি হ্যাঁ বলার পরেই তাকে বেধড়ক মারধর করা হয়। জিআরপি কর্মীরা তাকে উদ্ধার করে একটি হসপিটালে ভর্তি করে পরে তাকে তমলুক হসপিটালে নিয়ে আসা হয় এখন তিনি পুরোপুরি সুস্থ।