বহরমপুরের কুহেলি সংঘ এবার ৫১ তম বর্ষে পদার্পণ করেছে, এবারের তাদের আকর্ষণীয় থিম হলো সমাজের কান্ডারী। আর ইতিমধ্যেই জেলা জুড়ে অন্যতম সেরা থিমের পুজো হিসেবে নির্বাচিত হয়েছে এই পুজো কমিটির নাম। বিশ্ব বাংলা ২০২৫ সহ একাধিক চৈতাছিবী সংগঠন ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে থেকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই পুজো কমিটি। আজ কান্দি আলো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কানাইপদ সেনগুপ্ত শারদ সম্মান ২০২৫ জেলা সেরা তকমা দেওয়া হল