ত্রিপুরার যাত্রাপুর থানাধীন কাঁঠালিয়া স্কুল রোড সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নন্দ দুলাল ত্রিপুরা (৪০)।সংবাদ সূত্রে জানা যায়, শনিবার রাতে নন্দ দুলাল তাঁর নিজস্ব TR07J4564 নম্বরের স্কুটি নিয়ে বের হন। পথে একই দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক (TR07C1839) নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির সাথে সংঘর্ষ ঘটায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে