আজ এসএসসির নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা। এই উপলক্ষ্যে হাওড়া শহরের সমস্ত পরীক্ষা কেন্দ্রের কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাওড়ায় মোট ২৭টা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এরমধ্যে হাওড়া সদরে ১৬ টি এবং উলবেরিয়া মহকুমায় ১১ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রে কমপক্ষে ৪০০ এবং বেশ কিছু কেন্দ্রে ৬০০ র বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। যে কেন্দ্রে ৪০০ পরীক্ষার্থী আছেন সেখানে কমপক্ষে ১২ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।