হলদিয়া মঞ্জুশ্রী মোড় থেকে ঝিকুরখালি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা বেহাল। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে কারখানার শ্রমিকরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। ওই রাস্তার পাশে রয়েছে ২টি বড় বড় কারখানা। রাস্তা মেরামতি না হয় সমস্যায় সাধারণ মানুষ। মেরামতি আশাস হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ বর্ষা শেষেই মেরামতির কাজ শুরু হবে বলে জানান।