শুক্রবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো উপহার হিসেবে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করলেন। এরপর এদিন সন্ধ্যা থেকেই হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটের মেট্রোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মেট্রো রেল সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান- সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা চালু হবে। পরের দিন অর্থাৎ শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল সাড়ে ৬টা থেকে রাত্রি ১০টা ১৯ পর্যন্ত। এই পরিষেবা নিয়ে খুশি মেট্রোর যাত্রীরা