শান্তিপুর পৌরসভা পরিচালিত দিশারীর আর্থিক দুর্নীতি নিয়ে বিস্ফোরক শহর কংগ্রেস সভাপতি, শান্তিপুর পৌরসভা পরিচালিত ভবঘুরেদের আশ্রয়স্থল দিশারীর উদ্বোধন হয় ২০২১ সালের ৯ ই ফেব্রুয়ারী, সেখানে শহরের ৫০ জন ভবঘুরেদের আহার ও আশ্রয়ের বন্দোবস্ত করা হয়। সম্প্রতি সেই ভবঘুরেদের মাথাপিছু বরাদ্দ সরকারী টাকার বেশীরভাগটাই শান্তিপুর পৌরসভা আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠে আর সূত্রের খবর এই স্পর্শকাতর বিষয় নিয়ে RTI ও জনস্বার্থ মামলা করতে চলেছেন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব থে