বক্সিরহাটে সুপারি পাচারের গাড়ি আটক বক্সিরহাট চেকপোস্টে ণ্যবাহী গাড়ি আটক করা হয়েছে, যেখানে বাঁশের গাদার নিচে লুকানো ছিল বিপুল পরিমাণ সুপারি। গাড়িটির কাগজপত্রে কেবল বাঁশ বহনের তথ্য ছিল এবং সেই অনুযায়ী করও পরিশোধ করা হয়েছিল। তবে কর্তব্যরত আধিকারিকরা সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশি করেন এবং গোপনে রাখা সুপারি উদ্ধার করেন।