শনিবার মৃত সঞ্জয়ের স্ত্রী অঞ্জলি বর্মনের সঙ্গে সাক্ষাৎ করেন মহিলা কংগ্রেসের মাথাভাঙ্গা শহর ব্লক সভানেত্রী আসমিনা বেগম, মাথাভাঙ্গা ওয়ান এ ব্লক সভানেত্রী মিঠু রায়,ওয়ান বি ব্লক সভানেত্রী কল্যাণী রায় কুন্তি বর্মন নীলিমা বেগম সহ অন্যান্য মহিলা নেতৃত্বরা। এদিন মৃতার বাড়িতে গিয়ে অঞ্জলি বর্মন সহ দুই নাবালিকাকে সান্তনা দিয়ে আসেন।