রতুয়া দুই ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের প্রায় ৪০০ মিটার রাস্তা চলাচলের অযোগ্য। রাস্তা এতটাই খারাপ যে মোটরবাইক সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করা কোনোভাবেই সম্ভব নয়। পায়ে হেঁটে যাতায়াত করতে হলে রাস্তা দিয়ে না করে বরঞ্চ রাস্তার পাশের উঁচু স্থান দিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। তাই দ্রুত রাস্তা সংস্কার করার দাবী তুলছেন গ্রামবাসীরা। এই রাস্তা পরিদর্শন করে সমাধানের আশ্বাস দিলেন রতুয়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন।