হাইলাকান্দিতে রবীন্দ্র ভবনে আজ বুধবার BLA প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। একদিবসীয় এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা কংগ্রেসের নেতৃত্বে প্রতিটি মন্ডল,ব্লক পর্য্যায়ের কার্য্যকর্তারা অংশ গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোজ মোহন দেব, জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক শুভংকর ভট্রাচার্য্য সহ বিশিষ্টরা। এদিনের প্রশিক্ষণ কর্মসূচি প্রসঙ্গে বিকেল প্রায় ছয়টা নাগাদ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন দলের বরিষ্ট কার্য্যকর্তারা।