শুক্রবার ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। কিন্তু এবছর শিক্ষক দিবস ছুটির দিনে পড়ায় বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করল মালদা কলেজের ছাত্রছাত্রীরা।শিক্ষক দিবসকে সামনে রেখে মালদা কলেজ স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে কলেজে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে তাদের সম্মাননা জ্ঞাপন করেন। এদিনের এই শিক্ষক দিবস 'পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ ডঃ মানস কুমার বৈদ্য সহ অন্যান্যরা।