ইফকো ও আইএফএফডিসির উদ্যোগে ছোটজামশোলে হল কৃষক সভা এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচী। শনিবার বিকেলে বিনপুর 2 ব্লকের সন্দাপাড়া অঞ্চলের ছোটজামশোল এলাকায় এই কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন আইএফএফডিসির প্রজেক্ট ম্যানেজার অনিল তিওয়ারি, ফিল্ড অফিসার সুজয় ত্রিবেদী এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী যুগল কিশোর মান্ডি। সভায় আলোচনা হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায়।