সালানপুরের হদলা গ্রামে অবৈধ দেশি মদের ভাটিতে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযান সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত হদলা গ্রামে অবৈধ ভাবে তৈরি দেশী মদ এবং মহুল মদের ভাটিতে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও আবগারি দপ্তর। এই অভিযানে প্রায় ৮০০ লিটার অবৈধ (দেশী মদ সাথে মহুল মদ তৈরির কাঁচামাল),২০টি অ্যালুমিনিয়ামের হাড়ি এবং ৫০ লিটার তৈরি মহুল মদ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে সালানপুর থানা ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের পাশাপাশি বারাবনি আবগারি দপ্তরের পু