ওদলাবাড়ির চুইয়াবস্তিতে ১৭ নং জাতীয় সড়কে দুর্ঘটনা গ্রস্থ একটি ছোটা হাতি বোঝাই দেড় লক্ষ টাকার শাল কাঠ বাজোয়াপ্ত করল মাল থানার পুলিস। পুলিস সুত্রেই জানা গিয়েছে এদিন গোপন সুত্রের খবরের ভিত্তিতে ঘিস নদীর কাছে ওত পেতে একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল সাদা পোশাকের পুলিস। সেই সময় সেই গাড়িটি বাগরাকোট থেকে ঘিস নদীর কাছে এলেই পুলিস সেই গাড়িটি পিছু ধাওয়া করে।সেই সময় পুলিসকে দেখে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।