চাবাগানে বনদপ্তরের পেতে রাখা খাচায় বন্দী হল একটি চিতাবাঘ। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন সকাল দশটা নাগাদ চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করে বিকেল তিনটা নাগাদ চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। স্থানীয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে এই চিতাবাঘটি এই বেশ কিছুদিন যাবত চাবাগানে উৎপাত করে বেড়াচ্ছিল।সন্ধ্যা নেমে এলেই শ্রমিক লাইনে ঢুকে পড়ে।