মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায় টোটো তে রাখা ব্যাগ চুরির অভিযোগে মন্তেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করল ফুরাত আলি সেখ নামের এক ব্যক্তিকে। তার বাড়ি কুসুমগ্রামের ডাঙ্গাপাড়া এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে , গতকাল বৃহস্পতিবার আয়নাল বড়া নামে এক টোটো চালক মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন, টোটোটি রেখে তিনি একটু সাইডে গেলে তার টোটো তে রাখা ব্যাগ দিয়ে চুরি হয়ে যায়। এরপর পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।