৩০ শে আগষ্ট শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে বহু পুরনো মনসা ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা বের করা হয়। মহাধুমধাম করে এই বিসর্জনের শোভাযাত্রা বের করা হয়। গোটা গ্রাম প্রদক্ষিণ করে স্থানিয় পুকুরে বিসর্জন দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স।