এটা কি রাস্তা! এই পরিস্থিতি দেখে যে কেউও মনে হতে পারে সেটি আদৌ রাস্তা নাকি ধানের জমি। কারণ রাস্তায় চলতে গেলে পা কাদায় আটকে যায়। আর একবার সেই কাদায় আটকে গেলে সেখান থেকে বের হওয়া বের হওয়া কতটা কষ্টকর হয়তো তা আপনারা পাবলিক অ্যাপের খবরে দেখছেন। এই দৃশ্য বন্দি করা হয়েছে বুধবার বিকেল আনুমানিক ৪ঃ৩০ মিনিটে। সেখানকার মানুষ জানান এ রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা