লালনগর ফেরিঘাটে প্রশাসনের পরিদর্শন, ফের শুরু নৌকো চলাচল লালনগর হাইস্কুলে ছাত্র সংঘর্ষ ও ভান্ডারদহ বিলে নৌকো চলাচল বন্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে লালনগর ফেরিঘাট ও স্কুল পরিদর্শন করেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, থানার আইসি অরূপ কুমার রায় এবং ব্লক প্রশাসনের কর্তারা। তাদের যৌথ প্রচেষ্টায় এদিন সকাল থেকেই ফের চালু হয় নৌকো পরিষেবা। পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়— দুই পারের মানুষদের ঐক্য অটুট রাখতে হবে, আর যেন কোনো গন্ডগো