সবকিছুই গিলে খাচ্ছে গঙ্গা।চোখের নিমেষে বাড়িঘর নদী পার সবকিছুই ধষে পড়ছে ভূতনিতে গঙ্গা গর্বে। এতটাই তীব্রতার সাথে ভাঙ্গন হচ্ছে যে প্রয়োজনীয় সামগ্রী ও বের করে নিয়ে যাওয়ার সময় পাচ্ছে না পরিবারবর্গ।ভূতনি জুড়ে তীব্র ভাঙ্গনে বাঁধ তলিয়ে যাওয়ার পাশাপাশি বাঁধ সংলগ্ন বাড়িঘর গুলি এবারের মুহুর্তের মধ্যে গঙ্গা গিলে খাচ্ছে। প্রশাসন ভাঙ্গন আটকাতে যে কাজগুলি করেছিল সবকিছুই নিশ্চিহ্ন হয়ে গেছে। গঙ্গার তীব্র ভাঙ্গনে অসহায় হয়ে পড়েছে বহু পরিবার।বাঁধে ভাঙ্গন চলছে।