আউশগ্রামের ওয়ারিসপুরে শুক্রবার অনুষ্ঠিত হল “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ ওই শিবির পরিদর্শন করেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। সঙ্গে ছিলেন সমাজসেবী তথা আউশগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি ইন্দাজুল শেখ সহ অনান্যরা। বিধায়ক এদিন শিবির ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন তাদের সুবিধা অসুবিধার কথা।