করম পুজোকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বদলপুর এলাকায় অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। বদলপুর করম পূজা কমিটির উদ্যোগে বুধবার দুপুর দেড়টা নাগাদ এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। করম পুজো আদিবাসী সমাজের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসবকে ঘিরে সমাজের শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতেই এদিনের বিশেষ উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রায় ৫০ জন প্রতিযোগী এদিনের অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।