প্রতিটি গ্রামকে স্বচ্ছ রাখতে বিশেষ উদ্যোগ যুবরাজনগর আরডি ব্লকের। আজ যুবরাজনগর ব্লকের উদ্যোগে ১০ টি গ্রাম পঞ্চায়েতকে SBMG থেকে ই-ভেইকেল প্রদান করা হয়।সেই সাথে প্রতিটি গ্রামে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ফাস্টস্টেড বক্স প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবারাজনগর আরডি ব্লকের চেয়ারম্যান, যুবারাজনগরের প্রাক্তন বিধায়িকা,হাফলং গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।