ভিন রাজ্যের কাজে গিয়ে ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলায় একটি গলিতে ডেকে নিয়ে গিয়ে কাঠ দিয়ে বেধারক মারধর। যুবককে মারের ভিডিও ক্যামেরায় বন্দি করে বাকি বেশ কয়েকজন। কোন রকমে প্রাণে বেচে এসে কাটোয়া হসপিটালে চিকিৎসা করানোর পর বৃহস্পতিবার কাটোয়া থানার দ্বারস্থ করজ গ্রামের বাসিন্দা টারজান শেখ নামের ওই যুবক। জানা গিয়েছে পাঁচ বছর ধরে মাথার চুলের বিনিময়ে বিভিন্ন স্টিলের জিনিস সাইকেল করে নিয়ে ফেরী করতেন তিনি।