সামনেই আছে আদিবাসীদের প্রধান উৎসব করম পুজো। এরপর আছে দুর্গাপূজা। এদিকে চাবাগান বন্ধ করে চলে গিয়েছে মালিকপক্ষ। তাই করম পুজোর আগেই যাতে চাবাগানটি খুলে যায় রবিবার দুপুর দুটো নাগাদ নাগরাকাটার বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশনে সভা করে তার দাবি জানিয়েছেন শ্রমিকরা। উল্লেখ্য গত শুক্রবার নিরাপত্তার অভাব ও ম্যানেজারের উপর হামলার অভিযোগ তুলে চাবাগানে সাসপেনসন ওফ ওয়ার্ক এর নোটিশ টানিয়ে চাবাগান ছেড়ে চলে যায় কতৃপক্ষ।