জমি হাতাতে পিসিকে খুন ! ভাইপোকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। ভাইপোর যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি প্রমাণ লোপাটে সাহায্যের জন্য আরো এক সহকারীকেও সাত বছরের সাজা ঘোষণা করা হয়েছে। আইনজীবী হুমায়ুন মিয়াঁ জানান, “২০১৯ সালের ১৮ অগাস্ট নীলমণি হেমব্রম (৬০) নামে এক মহিলাকে খুন করে তাঁর ভাইপো শিবা হেমব্রম। বাঁশ দিয়ে মাথায় আঘাত করে খুনের পর রাতেই বর্মা হেমব্রম নামে এক স্থানীয়ের সাহায্যে মৃতদেহ ওই এলাকার খাড়ির ধারে পুঁতে দেয়।