আসানসোল রাইফেল ক্লাবে ২৪তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন, করা হলো সাংবাদিক সম্মেলন ২৪তম ওয়েস্টবেঙ্গল শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্থিত আসানসোল রাইফেল ক্লাবে। আজ দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করে জানালেন পশ্চিমবঙ্গ রাইফেল এসোসিয়েশন এর সভাপতি BK Dhal। তিনি জানান আগামী ২৪তারিখ থেকে প্রতিযোগিতা শুরু হবে। যেখানে রাইফেল এবং পিস্টল শুটিং এ অংশগ্রহণ করবেন প্রায় ১হাজার খেলোয়ার।