বেলডাঙ্গা থানার উদ্যোগে ভাবতা পোলেরধারে মিলল অবৈধ আগ্নেয়াস্ত্রের খোঁজ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম আজিমদ্দিন শেখ (38)। বাড়ি বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি খিদিরপুর দহকোলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে রাত প্রায় 2টা নাগাদ ভাবতা পোলেরধারে আগ্নেয়াস্ত্র-সহ তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় তিনটে ওয়ান সাটার, দুটো 7.65 এমএম পিস্তল, ও তিনটে গুলি। এ বিষয়ে বৃস