প্রসঙ্গত এদিন দুপুরে কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরের সামনে একত্রিত হয়ে অবস্থান বিক্ষোভ আইসিডিএস কর্মীদের।১২ দফা দাবি নিয়ে এদিন জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। পরবর্তীতে বারুদ দফা দাবি একটি স্মারক লিপিও তুলে দেওয়া হয় জেলা শাসকের কাছে। মূলত বিগত দিনে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন নেমেছিলেন তারা কোন রকম সুরাহা না হওয়ায় আজ আবারো পথে আইসিডিএস কর্মীরা।