সেতু বিপর্যয় আবহে পারমিট ছাড়ায় অন্য রুটে বাস চালানোর অভিযোগ,আরামবাগে দুই বাস মালিক পক্ষের দ্বন্দ্ব চরমে।জানা গেছে,একটি বাস আরামবাগ থেকে মাউরুল পর্যন্ত চলাচল শুরু করে।এক বাস মালিকের দাবি,বাসটির অন্য রুটের বাস।বেআইনি ভাবে সেটি আরামবাগ-মাউরুল রুটে চালানো হচ্ছে।অভিযোগের তির মধুমিতা ভট্টাচার্যের বিরুদ্ধে।বাসটি বন্ধের দাবিতে ARTO অফিসে অভিযোগ করেন সফিকুল বাবু।যদিও সেতু বিপর্যয়ের ফলে রুটে বাসের সমস্যা দেখা দেওয়াই বাসটি চালানো হচ্ছিলো বলে দাবি মধুমিতা দেবীর।