বিভিন্ন দাবি নিয়ে রবিবার আলিপুরদুয়ার -১ ব্লকের শীলববাড়িহাট RR প্রাথমিক স্কুলে সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার 1নং ব্লক সম্মেলন হলো। এদিন দুপুর দেড়টা নাগাদ ওই সম্মেলন শুরু হয়।জেলার বিভিন্ন এলাকা থেকে ওই সংগঠনের সদস্যরা সম্মেলনে সামিল হয়।বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়।এছাড়াও আগামীতে কিভাবে আন্দোলন হবে সেই নিয়েও রূপ রেখা ঠিক হয়।সারের কালো বাজরি রুখতে আন্দোলন হবে বলে ঠিক হয়েছে।