দুর্গোৎসবের আর মাত্র চার সপ্তাহ বাকি। পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই মালদহের চাঁচল ২ ব্লকের কুমোরপাড়ায় বর্তমানে প্রতিমা গড়ার ব্যস্ততা তুঙ্গে । এবছর মোট বারোটি দুর্গা প্রতিমা গড়ার বরাত নিয়েছেন কুমোরপাড়ার মৃৎশিল্পী তপন পাল।তার কাছে সবচেয়ে বড় প্রতিমার উচ্চতা ১৫ ফুটের।বরাতের কাজ পূরণ করতে হিমশিম খাচ্ছেন ওই মৃৎশিল্পী।বর্তমানে সেখানে প্রতিমার মুখোশ লাগানোর কাজ চলছে।এমনই ছবি রবিবার বিকেল ৪ টা নাগাদ ধরা পড়ল মালদহের চাঁচল ২ ব্লকের কুমোরপাড়া এলাকায়।