নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে শুক্রবার রাতে পূর্বস্থলী থানার বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন ধৃতদের শনিবার দুপুরে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে তাঁদের জামিন মঞ্জুর করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই পূর্বস্থলী থানার বিভিন্ন এলাকায় মদ্যপ যুবকদের বাইক দাপাদাপিতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ বিশেষ অভিযান চালায়।