দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হল একজনের, আহত আরো দুই গতকাল রাত্রে জলঙ্গীর ভূত গাড়ের মাঠ চত্বরের এই ঘটনার পর স্থানীয় সাদিকান্দিয়ার হাসপাতালে নিয়ে গেলে চাদু বাগ নামে একজনকে মৃত বলে ঘোষণা করে, এবং অপর দুজনকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ পাঠানো হয় বহরমপুর মর্গে