তীব্র নদী ভাঙ্গনকে কেন্দ্র করে মুলিরামটোলা গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। শুক্রবার সকাল থেকে যে হারে ভাঙ্গন শুরু হয়েছে তাতে গ্রামের অর্ধেক অংশ ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। গঙ্গা গতিপথ বদলে গ্রামের ভিতরে ঢুকে পড়েছে আর এতেই মানুষের আতঙ্ক বেড়ে চলেছে। গঙ্গার নিজের আয়ত্তে থাকা গোটা এলাকাকে নিশ্চিহ্ন করবে এবং গ্রামবাসীদের চরম দুর্দশা সম্মুখীন হতে হবে মনে করছে এলাকাবাসী।ভাঙ্গনের তীব্রতায় কান্ত টোলা, জঞ্জালী টোলার মতো গ্রাম আজ নিশ্চিহ্ন হয়ে গেছে।