কুলটি সেল কারখানার অধীন রাস্তা সংস্কারের দাবি পথ সভা কংগ্রেসের কুলটি স্টেশনে কুলটি ব্লক জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে আজ সকালে আসানসোলের কুলটি স্টেশন সংলগ্নে এক পথ সভা করা হলো। কুলটি ইস্কো কারখানা বা সেল কারখানার মেনেজমেন্টের বিরুদ্ধে একাধিক দাবি নিয়ে এই কর্মসূচি করা হলো। দাবি গুলির মধ্যে প্রধান দাবি ছিল কুলটি সেল কারখানার অধীন যে সড়ক পথ রয়েছে সেগুলির অবস্থা বেহাল সে রাস্তাগুলি অবিলম্বে সংস্কার করতে হবে তাছাড়া কারখানার অধীন সমস্ত ড্র