মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। জামবনি থানার পুলিশের বিশেষ অভিযানে শনিবার গভীর রাতে গ্রেফতার হল শালুকগেড়িয়া গ্রামের নটুন রানা নামে এক যুবককে।মোহনপুর জঙ্গলে ধৃতকে পাকড়াও করে পুলিশ|পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে একটি বিশেষ দল মোহনপুর জঙ্গল এলাকায় অভিযান চালায়। রবিবার দুপুরে অভিযুক্তকে পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে।