দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে আলিপুরদুয়ার জেলার জায়গার ডেভলপমেন্ট অথরিটির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ সারথী দাস কে। অনেকদিন যাবত তিনি গা ঢাকা দিয়েছিলেন গ্রেফতারি এড়াতে। হাইকোর্টে জামিন নাকোচ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট আগাম জামিন দেয়নি তাই বাধ্য হয়ে পুলিশের কাছে ধরা দিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আলিপুরদুয়ার জেলায় শোরগোল পড়ে গেছে সরকারি ইঞ্জিনিয়ার গ্রেপ্তার হওয়ার পর।