ঘটনাটি নাককাটিগাছ GP র রাজার কুটি এলাকার ঘটনা। বিষ পান করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর ৭১ আব্দুল রশিদ নামে এক ব্যক্তি। জানা গিয়েছে আব্দুর রশিদের কাগজপত্র ভুল থাকায় প্রতিবেশী আজাহার আলী মন্ডল সংশোধন করে দেওয়ার নাম করে প্রথমে ৪০০০ টাকা হাতিয়ে নেয় । পরবর্তীতে তার কোথাও নাম নেই এর জন্য তাকে বাংলাদেশে যেতে হবে হুমকি দেয় পাশাপাশি তার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। তাহলে সমস্ত কাগজপত্র ঠিক করে দেবে। এতেই মানসিক চাপে গত বিষপান করে আব্দুল।