দীর্ঘদিন পর বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার NDPS মামলায় অভিযুক্ত।২৯ দিন পর গ্রেপ্তার NDPS মামলায় পলাতক অভিযুক্ত কলমচৌড়া থানাধীন মধ্য বক্সনগর এলাকার সোহেল মিয়া বয়স ৪১ তার পিতার নাম মৃত আমির হোসেন। তার নামে গত মাসের ২৩ জুলাই বিশ্রামগঞ্জ থানায় NDPS ধারা মামলা হয়েছিলো।মামলার নম্বর ১৩/২০২৫।