ভিন রাজ্য উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ মালদহের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিক।গত সোমবার থেকে নিখোঁজ রয়েছে। মোবাইল বন্ধ। দুশ্চিন্তায় পড়েছে পরিবার। নিখোঁজ যুবকের নাম উসমান আলি (২৫)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে।প্রায় ছয় আগে ছেলে উত্তরপ্রদেশের ভোপুরা এলাকায় কাজ করতে যায়।সেখানে প্লাস্টিক কারখানায় কাজ করতেন।হরিয়ানার ভাইয়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই যুবক।