শনিবার ধৃত যুবককে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম শাহ আলম প্রামানিক। তার বাড়ি ছাট ভেলাকোপা এলাকায়। গোপন সূত্র খবর পেয়ে শুক্রবার বিকেলে ওই যুবককে চিলাখানা কালজানি ব্রিজের পর এলাকা থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে পুলিশ।। আজ শনিবার তাকে তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করে পুলিশ।