নাটকের মাধ্যমে “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবিরে বাল্য বিবাহ রোধে সহপাঠীদের সতর্ক করল কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা। বুধবার আউশগ্রামের গলিগ্রাম উচ্চ বিদ্যালয়ে “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবিরের আয়োজন করে স্থানীয় উক্তা গ্রাম পঞ্চায়েত। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ শিবিরে উপস্থিত হন আউশগ্রাম-১ ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, উক্তা পঞ্চায়েতের প্রধান জটাই মাজি সহ অনান্যরা।