দুদিন পর সেচ ক্যানেল থেকে উদ্ধার হল নিখোঁজ এক ব্যক্তির দেহ। পুলিশ জানায়, মৃতের নাম দশরথ রায়, বয়স পঞ্চাশ। বাড়ি ভতড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তি গ্রামের পাশ দিয়ে যাওয়া সেচ ক্যানেলের দিকে যান, পরে আর বাড়ি ফেরেননি। বিষয়টি সোমবার সকালে জানাজানি হতেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খাতড়া মহকুমা সিভিল ডিফেন্স টিমকে সাথে নিয়ে সেচ ক্যানেলে তল্লাশি চালায়। দিনভর তল্লাশি চালিয়েও নিখোঁজের হদিশ মেলেনি।