গভীর নিম্নচাপের প্রভাবে এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলেভেঙ্গে পড়ল মাটির দোতালা বাড়ি। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জামবনী ব্লকের ধড়সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুনিয়াদা গ্ৰামে। বাড়ির মালিকের নাম দয়াল মাহাত।বয়স প্রায় ৭৮ বছর। তাঁর পরিবারে তিনি তাঁর সহধর্মিণী ও এক পুত্র থাকেন। দোতালা মাটির বাড়ি ভেঙে যাওয়াই তাদের বিভিন্ন আসবাবপত্র, দরকারি কাগজপত্র,ধান ,চাল সহ আরো দরকারি অন্য কিছু মাটির নিচে চাপা পড়ে গেছে।