জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। শনিবার সকালে তুম্বাঝলদা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম যামিনী কর্মকার (৪৫)। আড়শা থানার তুম্বাঝালদা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় পুকুরপাড়ে ঘোরাফেরা করতে গিয়ে তিনি পুকুরে পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।