নামখানায় রাধা অষ্টমীর প্রসাদ খেয়ে বেশ কয়েকজন অসুস্থ তাদেরকে কাকদ্বীপ মহাকুমা হসপিটালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। তবে সূত্রের খবর রাধা অষ্টমীর প্রসাদ খাবার পরে বেশ কয়েকজন অসুস্থ হয় তারপর একের পর এক অসুস্থ হয় তবে চিকিৎসকের ধারণা প্রসাদ খাবার পরেই অসুস্থ হয়।