দাগি ১ হাজার ৮০৪ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন, নাম তৃণমূল কাউন্সিলরের! যা নিয়ে গোসাবায় তৃণমূলকে কটাক্ষ করলেন RSPর রাজ্য যুব সম্পাদক আদিত্য জোতদার শনিবার রাত সাড়ে এগারোটায়। কারা দাগি ? অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন । ১৮০৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা আপলোড করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তালিকা প্রকাশ। নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ SSC-র।