বৃষ্টির জেরে ভাঙ্গলো মাটির কাঁচা বাড়ি। কেশপুরের পঞ্চমী গ্রামের শেখ মইনুদ্দীন খাঁন এর বাড়ি,জানা গিয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে মাটির কাঁচা বাড়িটি দেওয়ালে ফাটল দেখা দিয়েছিল। বৃষ্টি যত কমতে শুরু হয় তারপর ধীরে ধীরে মাটির বাড়িটি ভাঙ ভাঙ্গতে দেখা যায়।আজ ৪টা নাগাদ এমনই চিত্র ধরা পরল পাবলিক নিউজের ক্যামেরায়